বরিশাল প্রেসক্লাবের সভাপতির দাফন সম্পন্ন, কান্নায় ভেঙে পড়েন তার সহকর্মীরা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ৩, ২০২৪, ৭:০৯ অপরাহ্ন /
বরিশাল প্রেসক্লাবের সভাপতির  দাফন সম্পন্ন, কান্নায় ভেঙে পড়েন তার সহকর্মীরা

জামাল কাড়াল, বরিশাল জেলা প্রতিনিধি : শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব সভাপতি ও দৈনিক আজকের বার্তার সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুলের জানাজার নামাজ ও পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। শেষ বার তাকে দেখে কান্নায় ভেঙে পড়েন তার সহকর্মীরা। তার চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না তারা।

রোববার (৩ মার্চ) দুপুর ২টায় নগরীর কাশিপুরস্থ কাজী বাড়ি জামে মসজিদে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।জানাজার নামাজে অংশ গ্রহণ করে বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগে সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, মহানগর আওয়ামী লীগ সভাপতি ও বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. একে এম জাহাঙ্গীর হোসাইন, জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য আলহাজ এবায়েদুল হক চাঁন, বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ, মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন সিকদার, বরিশাল মহানগর জাতীয় পার্টি আহবায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল, কেন্দ্রীয় বাংলাদেশ জামায়াত ইসলাম নেতা এ্যাড. মোয়াজ্জেম হোসেন হেলাল, অধ্যাপক আমিনুল ইসলাম খসরু, বরিশাল প্রেসক্লাব সাধারন সম্পাদক এস.এম জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল মারুফ, বরিশাল মেট্রোপলিটন উপ পুলিশ কমিশনার (ডিবি) জুলফিকার আলী হায়দার।

এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাব সাবেক সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বরিশাল রিপোটার্স ইউনিটি সভাপতি নজরুল বিশ্বাসসহ বরিশালে কর্মরত বিভিন্ন জাতীয় পত্রিকার ব্যুরো প্রধান, প্রতিনিধি ও স্থানীয় পত্রিকার প্রকাশক-সম্পাদক, রিপোর্টার এবং বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দসহ সর্বস্থরের মানুষ।এরপূর্বে কাজী বাবুলের বড় ছেলে কাজী রাসেল বাবার হয়ে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। পরে জানাজার নামাজ আদায় করেন নেছারাবাদের হুজুর মাওলানা খলিলুর রহমান। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।উল্লেখ্য- শনিবার রাত সোয়া ৮ টায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।