পটুয়াখালী ২ (বাউফল) জাতীয় পার্টির প্রার্থী মোহসীন হাওলাদারের মনোনয়নপত্র সংগ্রহ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৩, ৩:২৫ অপরাহ্ন /
পটুয়াখালী ২ (বাউফল) জাতীয় পার্টির প্রার্থী মোহসীন হাওলাদারের মনোনয়নপত্র সংগ্রহ

বাউফল প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৪ পটুয়াখালী ২ বাউফল নির্বাচনী এলাকা জাতীয় পার্টির দলীয় মনোনীত প্রার্থী মোঃ মোহসিন হাওলাদার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আজ ২৯ (নভেম্বর) মঙ্গলবার বেলা দুইটায় জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী জেলার সহকারী রিটার্নিং অফিসার ও বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর কাজ থেকে এ ফরম সংগ্রহ করা হয়।

মনোনয়নপত্র সংগ্রহকালে প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা জাতীয় পার্টির অন্যতম সদস্য মোঃ ফারুক হোসেন, বাউফল উপজেলা সহ-সভাপতি মোঃ কলিমুল্লাহ প্রমুখ।

বাউফল উপজেলা নির্বাচন অফিসার মোঃ শাহিন শরীফ জানান, এর আগে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আ,স,ম ফিরোজ এমপি, হাসিবুল আলম তালুকদার, ডাঃ জোবায়েত রাসেল স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফরম সংগ্রহ করেছেন। জামায়াতের ডঃ শফিকুল ইসলাম ভোটার লিস্ট সংগ্রহ করেছেন।