স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম সেশনটা ভালোই কেটেছে বাংলাদেশ দলের। ২ উইকেট হারিয়ে ইনিংসের ২৭তম ওভারেই দলীয় শতরান পেরিয়েছে লাল-সবুজেরা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও ওপেনার মাহমুদুল হাসান জয়ের জুটিতে প্রথম সেশনে রান এসেছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন শান্ত। ওপেনিংয়ে মাহমুদুল হাসান জয়ের সঙ্গী হন জাকির হাসান। ওপেনিং জুটিতে তারা দারুণ শুরু এনে দেন। তবে এজাজ প্যাটেলের করা দারুণ এক বলে দলীয় ৩৯ রানে প্রথম উইকেটের পতনও হয়। তার ওভারের তৃতীয় বলে পরাস্ত হন জাকির। এতে মাত্র ১২ রানেই শেষ হয় এই ওপেনারের ইনিংস।
এরপর ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মনোভাবে খেলতে থাকেন অভিষিক্ত অধিনায়ক। সোধি, প্যাটেলদের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটটাই খেলেন তিনি। জয়ও তাকে দারুণ সঙ্গ দেন।
তবে লাঞ্চ বিরতির আগে আর কোনো উইকেট হারায়নি লাল-সবুজ শিবির। ২৭ ওভারে ১০৪ রান তুলেছে টাইগাররা।
৭৭ বলে ৪২ রানে মাহমুদুল হাসান জয় এবং অভিজ্ঞ মমিনুল হক ৩ রানে অপরাজিত রয়েছেন।
আপনার মতামত লিখুন :