আজকের এই সোনালী রোদে
অতীতের ছায়াখানি।
মানস পটে উথলিয়া উঠে
বারে বারে কেন জানি।।
হে অতীত তুমি আসিবেনা কভু
তবে কেন বারে বারে।
চঞ্চল করো হৃদয় আমার
তোমার বীনার তারে।।
ফেলে আসা সেই জীবনের ছবি
আজি কেন মোরে ডাকে
যে গেছে চলিয়া রিক্ত হাতেতে
আমারে ফেলিয়া পাঁকে।
তুমি চলে গেছ স্মৃতির ওপারে
আসিবে না কভু জানি
তবে কেন তুমি ছায়া সম আজি
দেও কেন হাতছানি।।
আমার স্মৃতির মানসী তুমি
স্মৃতিতে রহ বহাল
বারে বারে কেন মুরতি আনি
করো মোরে চঞ্চল
তুমি ফিরে আর আসিবে না কভু
জানি ওগো আমি জানি
তবু যে কেন স্মৃতি খানি তোমার
ভালো লাগে এতখানি।।
অকারণে ধরা সাজালে সুন্দর
বিজলী ধরিয়া আনি
আকাশের আলো রাঙাবে আকাশ
চিরদিন জানাজানি।।
আমার মনের খেয়ালী বক্ষে
কেন তবে এলে রানী
পাগল করিতে চাহ যে তুমি
তবু যে হার না মানি।
পপি মন্ডল
প্রধান শিক্ষক
১০৮ নং কবিরাজবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
নাজিরপুর, পিরোজপুর।