স্পোর্টস ডেস্ক : ভুটানে সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সুযোগ বাংলাদেশের সামনে। সেমিফাইনালে আজ পাকিস্তানের মোকাবেলা করবে বাংলাদেশ। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় মাঠে গড়াবে ম্যাচটি।
গত বুধবার গ্রুপের শেষ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত ১-০’তে নেপালকে হারালে বাংলাদেশ রানার্সআপ হয়ে শেষ চারের টিকেট পায়। বাংলাদেশের সেমিফাইনাল পরীক্ষায় আজ পাকিস্তান প্রতিপক্ষ। যারা ‘বি’ গ্রুপে দুই ম্যাচেই জয় নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
এর আগে বিকাল তিনটায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও মালদ্বীপ। ছয় দলের বয়সভিত্তিক এই টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে ভারতের পেছনে থেকে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ভারতের কাছে ১-০ গোলে হারের পর নেপালের বিপক্ষে একই ব্যবধানে জয় পায় সাইফুর রহমান মনির শিষ্যরা।
স্বাগতিক ভুটানকে ২-১ গোলে হারানোর পর মালদ্বীপকে ৩-০’তে বিধ্বস্ত করে পাকিস্তান। ভুটানকে ৩-২ গোলে হারিয়ে এই গ্রুপে রানার্সআপ হয় মালদ্বীপ। আগের সাত আসরে ভারত সর্বাধিক চারবার, বাংলাদেশ দু’বার, পাকিস্তান একবার শিরোপা জিতেছে।