বিনোদন ডেস্ক : ২০০৮ সালে টালিউডের সব থেকে বড় হিট ছবি ছিল ‘চিরদিনই তুমি যে আমার’। দর্শকদের মধ্যে রীতিমত আলোড়ন ফেলে দিয়েছিল এ সিনেমা। ঝড় উঠেছিল আরও একটি দিকে। তাহলো এ ছবির নায়ক-নায়িকার প্রেম ও বিয়ে।
এ ছবিতে কাজ করার সময়ই কাছাকাছি আসেন রাহুল বন্দ্যোপাধ্যায় এবং প্রিয়াংকা সরকার। প্রেমে পড়েন একে অন্যের। ২০১০ সালে বিয়ে করেন তারা। কিন্তু মাত্র আট বছর পেরোতে না পেরোতে সম্পর্কে ফাটল ধরে।
২০১৮ সালে আলাদা হয়ে যান তারা। তাদের একমাত্র সন্তান সহজ মায়ের সঙ্গে থাকতে শুরু করে। তবে ফের বদল আসে তাদের জীবনে।
সব মান-অভিমান, ভুল বোঝাবুঝির পালা শেষ। আবারও এক হলো চার হাত। ফেসবুকে এমনই এক পোস্ট দেন রাহুল।
ছেলের কথা ভেবেই নিজেদের সমস্যাকে দূরে রেখে আবারও এক ছাদের তলায় থাকার সিদ্ধান্ত নেন তারা। বলা যেতে পারে, এটা হলো রাহুল-প্রিয়াংকার সংসারের দ্বিতীয় ইনিংস।
তাহলে কি এখন দম্পতি রাহুল-প্রিয়াংকা? এই প্রসঙ্গে অভিনেতার সাফ উত্তর, ‘স্বামী-স্ত্রী ছিলাম, আমারা সেটাই আছি।’