স্পোর্টস ডেস্ক : সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ফরাসি জায়ান্ট পিএসজির।লিগ ওয়ানের শিরোপা বাদে অন্য শিরোপা জয়ের সম্ভাবনাও নেই তাদের। তবুও শেষ কয়েকটি ম্যাচের ফলে স্বস্তি পাচ্ছিল না মেসিরা। তবে সব চাপ উড়িয়ে দিয়ে ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পে। জোড়া গোল করে অক্সকে হারিয়ে স্বস্তি দিলেন ক্রিস্টোফে গালতিয়েরের দলকে।
লিগ ওয়ানের ম্যাচে রোববার রাতে ২-১ গোলে জিতেছে পিএসজি। টানা দ্বিতীয় শিরোপার জন্য শেষ দুই রাউন্ড থেকে কেবল ১ পয়েন্ট চাই তাদের।
খেলার মাত্র ৬ মিনিতেই ফ্যাবিয়ানের বাড়ানো বলে দুর্দান্ত ফিনিশিংয়ে লিড এনে দেন এমবাপ্পে। দুই মিনিট বাদেই লিওনেল মেসির এগিয়ে দেওয়া বল জালে জড়ান এমবাপ্পে। ম্যাচের ৫১ মিনিটে পিছিয়ে পড়া অক্সের হয়ে এক গোল শোধ করেন ল্যাসাইন সিনায়োকো। এতে ঘুরে দাঁড়ানোর আশা কিছুটা জাগলেও শেষ পর্যন্ত আর নাটকীয় কিছু হয়নি। পিএসজিই ম্যাচটি জিতে নিয়েছে।
৩৬ ম্যাচে ২৭ জয় ও তিন ড্রয়ে ৮৪ পয়েন্ট পিএসজির। দিনের আরেক ম্যাচে লরিয়কে ৩-১ গোলে হারিয়ে শিরোপা লড়াই অন্তত আরেক রাউন্ড পর্যন্ত টিকিয়ে রেখেছে লস। ৭৮ পয়েন্ট নিয়ে তারা আছে দুই নম্বরে।