‘চরিত্রবান স্বামী চাই’ : অহনা

নিউজটি শেয়ার করুন

বিনোদন ডেস্ক : নাটকপাড়ায় কান পাতলেই শামীম-অহনার প্রেমের গুঞ্জন শোনা যায়। দুজনে একসঙ্গে একটার পর একটা নাটকে অভিনয় করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় এবার ‘চরিত্রবান স্বামী চাই’ নামের নাটকে অভিনয় করেন এই দুই তারকা। এতে দেখা যাবে অহনা চরিত্রবান স্বামী চাচ্ছেন।

আসছে ঈদ উপলক্ষ্যে নির্মিত এই নাটকটি পরিচালনা করেছেন অমিত হাসান। নাটকটিতে শামীম হাসান সরকার ও অহনা রহমান ছাড়াও আরো অভিনয় করেছেন ফখরুল মাসুম বাশার, সপ্নীল সাথী, নূর এ কাঞ্চন, সিদ্দিক মাস্টার, মুহিত তমাল, প্রহর সরকার, সানজিদা মিতুসহ অনেকে।

শেয়ার করুন »

মন্তব্য করুন »