রাকিবুল ইসলাম তনু , পটুয়াখালী :ঐতিহ্যবাহী পটুয়াখালী প্রেসক্লাবের ২০২৩ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ বুধবার (২১ ডিসেম্বর ) সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত পটুয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদের প্রতিনিধি স্বপন ব্যানার্জি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যমুনা টেলিভিশনের প্রতিনিধি মোঃ জাকারিয়া হৃদয়।
এছাড়া সহ-সভাপতি পদে জয়লাভ করেছেন ডেইলি স্টারের প্রতিনিধি মোঃ সোহরাব হোসেন,যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আফরিন জাহান নিনা, অর্থ- বিষয়ক সম্পাদক পদে মোঃ আতিকুর রহমান নির্বাচিত হয়েছেন।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোঃ জালাল আহমেদ, বিলাস দাস, আতিকুল আলম সোহেল, মোঃ মশিউর রহমান বাবলু, মোঃ মোখলেছুর রহমান ও শংকর লাল দাস।
নির্বাচনে ৩২ জন সদস্য ও ভোটের বিপরীতে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে ৩১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার বদরুল আমিন খান এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ১২ ডিসেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করেন পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন কমিশনার মোহাম্মদ সাইফুল রহমান।