প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘রিজার্ভ নিয়ে খুব কথা হচ্ছে। রিজার্ভের কোনো সমস্যা নাই। ব্যাংকে টাকা নাই কথাটা মিথ্যা। প্রত্যেকটি ব্যাংকে যথেষ্ট টাকা আছে’।
যশোরে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তৃতায় আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন।
তিনি আরও বলেন, ‘রফতানি বেড়েছে। রেমিট্যান্স আসছে। কর কালেকশন বৃদ্ধি পেয়েছে। বিশ্বের অনেক দেশ অর্থনৈতিক মন্দার মুখোমুখি হয়েছে। কিন্তু বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট শক্তিশালী আছে’।
আপনার মতামত লিখুন :