নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে বাসের ধাক্কায় সাজ্জাদ আলী আকন্দ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের নওহাটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ আলী আকন্দ পত্নীতলা উপজেলার তকিপুর গ্রামের হোসেন আলী আকন্দের ছেলে।
নওহাটা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই জিয়াউর রহমান বলেন, সকালে মোটরসাইকেলে করে নওগাঁর দিকে যাচ্ছিলেন সাজ্জাদ। ওই সময় একটি বাসও নওগাঁর দিকে যাচ্ছিল। পথে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের নওহাটার মোড়ে পৌঁছলে মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান সাজ্জাদ।
তিনি আরো বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে অজ্ঞাত বাসটি এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
আজকালের কন্ঠ /আরএন