উৎসবমুখর পরিবেশে ইবির নিহারিকা ব্লকের চড়ুইভাতি উৎসব আয়োজিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৭, ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন /
উৎসবমুখর পরিবেশে ইবির নিহারিকা ব্লকের চড়ুইভাতি উৎসব আয়োজিত

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে প্রবীণ বিদায় ও নবীন বরণ উপলক্ষে চড়ুইভাতি উৎসবের আয়োজন করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের নিহারিকা ব্লকের সদস্যরা।

বুধবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের ডাইনিংয় রুমে এ উৎসবের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ অনুষ্ঠানের শুরু হয়। এতে রিপন কুমার দাসকে প্রবীণ হিসেবে ক্রেস্ট প্রদানের মাধ্যমে বিদায় দেওয়া হয় এবং ব্লকের নতুন সদস্যদের উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিহারিকা ব্লকের উপদেষ্টা মোঃ ওমর ফারুক ও মোঃ মুজাহিদ হুসাইন, বিশেষ অতিথি হিসেবে মোঃ মুতাসিম বিল্লাহ, সভাপতি হিসেবে মোঃ তানভীর রহমান এবং অর্থ সম্পাদক মোঃ সিয়াম আহমেদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক সহ ব্লকের অন্যান্য সদস্যবৃন্দ।

এ সময় বিদায়ী সদস্য রিপন কুমার দাস বলেন, আমি চেষ্টা করেছি ব্লকের সকলের সাথে মিলে মিশে থাকতে। বিদায়ী বেলা সকলের দোয়া চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।

ব্লকের বয়োজ্যেষ্ঠ সদস্য নাজমুল হুসাইন বলেন, রিপনের স্বপ্ন জর্জ হওয়া। দোয়া করি সে জর্জ হয়ে ব্লকের সম্মান উজ্জ্বল করুক। রিপন! তুমি এখান থেকে যাবা মন্দটা নিয়ে যেয়ো না, ভালোটা নিয়ে যেয়ো। ভালো থেকো।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মুজাহিদ হুসাইন বলেন, সবাইকে বিদায় নিতে হবে। আজকে রিপন বিদায় নিবে, কাল আরেকজন, এভাবে সবাই বিদায়। দোয়া করি মহান আল্লাহ তায়ালা তার আশা পূরণ করুন।