ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গৌরনদীতে বর্ণাঢ্যর‌্যালী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৭, ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন /
ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গৌরনদীতে বর্ণাঢ্যর‌্যালী

এ,এস,মামুন, গৌরনদী প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল জেলা ছাত্রশিবিরের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে পৌর শহরের মহা সড়কে বর্ণ্যাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আকবর হোসেনের সভাপতিত্বে র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এয়োদশ সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় মনোনিত প্রার্থী, বাংলাদেশ মজলিসে মুফাচ্ছিরিন কেন্দ্রীয় সহ-সভাপতি ও বরিশাল জেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান। উপজেলা জামাতয়াতের সেক্রেটারী মো.বায়েজিদ শরীফ, পৌর জামায়াতের সভাপতি আলহাজ¦ মাওলানা হাফিজুর রহমান, উপজেলা বাইতু মাল সম্পাদক আমীনুল ইসলাম সবুজ, জেলা শিবির সেক্রেটারী সাঈদ আহমেদ, সাবেক সভাপতি আবদুল কাদের, অর্থ সম্পাদক শাহদাত হোসেন, জেলা এইচ আর ডি সম্পাদক মাহমুদুল হাসান, জেলা সেক্রেটারীয়েট কমিটির সদস্যবৃন্দ, গৌরনদী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. সাইফুল ইসলাম স্বজল, সেক্রেটারী মো. মাইনুল ইসলম পলাশ, সাবেক সভাপতি মো. সেলিম পৌর ছাত্রশিবিরের সভাপতি আবদুল মুমিন, সেক্রেটারী সিয়াম মাহমুদ, অফিস সম্পাদক জুবায়ের ইসলাম, কলেজ ছাত্র সংসদের সাবেক সাহিত্য সম্পাদক শাহআলম কবিরাজ, আগৈলঝাড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. কাইফুর রহমান, সেক্রেটারী মো. আকাশ আহমেদ, উজিরপুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. গোলাম কিবরিয়া টিপু, সেক্রেটারী মশিউর রহমন, বাবুগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সৈরভ সরদার, সেক্রেটারী গোলাম রাব্বী, বানারীপাড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আরিফুল ইসলাম, সেক্রেটারী হাফেজ মেহেদী হাসান ও মুলাদী উপজেলা ছাত্রশিবিরের সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।