ওয়াহিদুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ-সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর থানা-পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে একাধিক মোকদ্দমায় জড়িত ২ বছর ১মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহানুর হোসাইন (৩৯)কে গ্রেফতার করতে সমর্থ হয়েছে।
সে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রমাপতিপুর গ্রামের সমছুদ্দিনের পুত্র।
ধৃতঃ আসামিকে ৫ (ফেব্রুয়ারি) বুধবার সুনামগঞ্জ বিজ্ঞ-আদালতের মাধ্যেমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
থানা-পুলিশ মারফতে জানাগেছে,৪ (ফেব্রুয়ারি) মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার সাব-ইন্সপেক্টার মোঃ সাকিব হোসেন।
সাব-ইন্সপেক্টার মোঃ লুৎফুর রহমান, এএসআই হুমায়ুন কবির,এএসআই এখলাছুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার পাইলগাঁও ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে রমাপতিপুর গ্রামের সমছুদ্দিনের পুত্র দায়রা- ৪৪২/২০১৮,সিআর-২৯৭/১৬ (ওসমানীনগর)।
দায়রা-১৫৯৮/১৭,সিআর-৫৫২/১৬,এবং অর্থ জারী-১৪৫ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহনুর হোসাইনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বলে নিশ্চিত করেছে জগন্নাথপুর থানা-পুলিশ।
আপনার মতামত লিখুন :