আজকালের কন্ঠ ডেস্ক : ন্যাশনাল ডিফেন্স কলেজে সামরিক ও বেসামরিক কর্মকর্তাদেরকে বাংলাদেশের বিচার বিভাগের অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার প্রধান বিচারপতি ডিফেন্স কলেজের আমন্ত্রণে ব্রিগ্রেডিয়ার জেনারেল ও তদূর্ধ্ব পর্যায়ের বাংলাদেশি ও বিদেশি সামরিক কর্মকর্তা এবং যুগ্ম সচিব ও তদূর্ধ্ব পর্যায়ের বেসামরিক কর্মকর্তাদের পরিচালিত একটি কোর্সে রিসোর্স পার্সন হিসেবে অভিভাষণ দেন।
প্রধান বিচারপতি তার অভিভাষণে বাংলাদেশের বিচার ব্যবস্থা সম্পর্কে কোর্সে অংশগ্রহণকারী উচ্চ পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের ধারণা দিয়েছেন।
আপনার মতামত লিখুন :