নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন জেলার নূর মোহাম্মদ মৃধা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৯, ২০২৫, ১:৩৭ অপরাহ্ন /
নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন জেলার নূর মোহাম্মদ মৃধা

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর বাউফল উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হলেন জেলার নূর মোহাম্মদ মৃধা।

এলাকার সকল শ্রেনী পেশার মানুষের মাঝে তিনি ছাত্রবান্ধব, সৎ, যোগ্য ও ক্লীন ইমেজের ব্যক্তি হিসেবে পরিচিতি। তাকে সভাপতি নির্বাচিত হওয়ার খবরে ছাত্র-ছাত্রী-অভিভাবকসহ এলাকার সাধারণ মানুষের মাঝে খুশির আমেজ বিরাজ করছে।

নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আবেদনের প্রেক্ষিতে গত বুধবার (০৮ জানুয়ারি, ২০২৫) বরিশাল শিক্ষাবোর্ড এই এডহক কমিটির অনুমোদন দেন। কমিটির অন্যান্য সদস্য হলেন- জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি রাহিমা বেগম, উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত অভিভাবক সদস্য পারভীন আক্তার। এবং সদস্য সচিব হলেন প্রধান শিক্ষক (পদাধিকারবলে)।

এলাকাবাসীর প্রত্যাশা- ঐতিহ্যবাহী নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা ও খেলাধুলার মানোন্নয়ন সহ বেহাত হওয়া জমি উদ্ধারে দক্ষ এবং অভিজ্ঞ অভিভাবকের ভূমিকা পালন করবেন নবনির্বাচিত সভাপতি নূর মোহাম্মদ মৃধা।

এ প্রসঙ্গে জেলার নূর মোহাম্মদ মৃধা দৈনিক আজকালের কন্ঠকে বলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকবৃন্দ যে আশা এবং ভরসা নিয়ে আমাকে নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত করেছেন, আমি সেই আশা-ভরসার জায়গা থেকে কাজ করে যাব ইনশাআল্লাহ।

পরিচালনা পর্ষদের অনুপস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এক ধরনের বিশৃঙ্খলা দেখা যায়। বেতন বিলে কে স্বাক্ষর করবেন, এ নিয়ে সৃষ্টি হয় জটিলতা। সার্বিক বিবেচনায় ২০ আগস্ট দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতিকে সরিয়ে দেয় অন্তর্বর্তী সরকার। এরপর দেশের সব বেসরকারি স্কুল-কলেজে নতুন করে এডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।