বায়েজিদ থানা পুলিশের অভিযানে তিন ছিনতাইকারী গ্রেপ্তার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৮, ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন /
বায়েজিদ থানা পুলিশের অভিযানে তিন ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রাম ব‍্যুরো : চট্টগ্রামের বায়েজিদ থানা পুলিশের অভিযানে তিন ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে। বৃহস্পতিবার রাতে বায়েজিদ এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. কাইয়ুম, মো. সুমন ও মো. রফিকুল ইসলাম।পুলিশ জানায়, আসামিরা পেশাদার ছিনতাইকারী।

তারা বায়েজিদ থানা এলাকায় বিভিন্ন পয়েন্টে ভয়ভীতি দেখিয়ে মানুষের মূল্যবান জিনিসপত্র ও টাকা পয়সা ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।