সাংবাদিক মুনসুরকে হুমকির প্রতিবাদে সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের নিন্দা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১০, ২০২৫, ২:৩০ অপরাহ্ন /
সাংবাদিক মুনসুরকে হুমকির প্রতিবাদে সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের নিন্দা

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে প্লাটিনাম জুবলি উদযাপন অনুষ্ঠান করার উদ্যোগকে স্বাগত জানান সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দ। তবে অনুৃষ্ঠানের নিবন্ধন ফি কমানোর দাবিতে সাতক্ষীরা কলেজের প্রাক্তন শিক্ষার্থী, সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের কার্য নির্বাহী সদস্য ও সদর উপজেলা সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মুনসুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালেখি করেন।

সে কারণে গত ২৫ ও ২৬ ডিসেম্বর ২০২৪ হোয়াটস্ অ্যাপ গ্রুপ প্লাটিনাম জুবিলি…আইডি থেকে সাংবাদিক মোঃ মুনসুর রহমানকে মারপিটের হুমকির পাশাপাশি অশ্লালীন কথাবার্তা লিখে সম্মানহানির চেষ্টা করে অজ্ঞাতক কয়েকজন ব্যক্তিরা। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দ। পাশাপাশি প্লাটিনাম জুবলি অনুষ্ঠানের নিবন্ধন ফি অতিরিক্ত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে, একই সাথে সাতক্ষীরা সরকারি কলেজ প্লাটিনাম জুবলি অনুষ্ঠান উৎসবমূখর পরিবেশে সকল শ্রেণি-পেশার প্রাক্তন ও চলমান শিক্ষার্থীদের সম্পৃক্ত করার লক্ষ্যে অনতিবিলম্বে নিবন্ধন ফি সহনশীল করে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করতে উদযাপন কমিটির নেতৃবৃন্দকে আহবান জানিয়েছেন। সোমবার রাতে সংবাদপত্রে এ বিষয়ে বিৃবতি দিয়েছেন সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন সভাপতি ও দৈনিক ভোরের পাতা পত্রিকার জেলা প্রতিনিধি এস এম মহিদার রহমান , সাধারণ সম্পাদক ও দৈনিক ঢাকার ডাক পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ তৌফিকুজ্জামান লিটু, সিনিঃ সহ-সভাপতি বাংলাভিশন টেলিভিশন ও বাসস এর সাতক্ষীরা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান আসাদ, সহ-সভাপতি দৈনিক পত্রদূত পত্রিকার নিজস্ব প্রতিনিধি শেখ আব্দুল আলিম, সহ-সাধারণ সম্পাদক দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার শেখ সিদ্দিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক দৈনিক অনির্বাণ পত্রিকার জেলা প্রতিনিধি জি এম সোহরাব হোসেন, অর্থ সম্পাদক দৈনিক রাজপথের দাবী পত্রিকার জেলা প্রতিনিধি এ এস এম শাহনেওয়াজ মাহমুদ রনি, প্রচার সম্পাদক দৈনিক খুলনাঞ্চল পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আতিকুজ্জামান, ক্রীড়া সম্পাদক দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আবীর হোসেন লিয়ন, সাংস্কৃতিক সম্পাদক ও সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ আবু হুরাইরা, আইন সম্পাদক ও দৈনিক ৭১ এর বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি এ্যাড এ বি এম সেলিম, ধর্ম বিষয়ক সম্পাদক দৈনিক আজাদ বাণী পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আবুল হোসেন, কার্যকরী সদস্য দৈনিক কাফেলা পত্রিকার চিফ রিপোর্টার মোঃ ঈদুজ্জামান ইদ্রিস, দৈনিক সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি কে এম আনিছুর রহমান, দি ডেইলি এক্সপ্রেস পত্রিকার জেলা প্রতিনিধি নূর মোহাম্মাদ পাড়, দৈনিক অগ্রসর পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ মোরশেদুল হক, দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আব্দুস সালাম পান্না, দৈনিক দেশ সংযোগ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আমিরুল ইসলাম প্রমুখ।