অনলাইন ডেস্ক : শীতকালে ঠোঁট ফাটা কোনও নতুন সমস্যা নয়। আর্দ্রতা কমে গেলে, ত্বক শুষ্ক হয়ে গেলে, ঠোঁট ফাটবেই। ঠোঁট ফাটার সমস্যা দূর করতে হলে লিপ বাম, অ্যান্টি-সেপটিক ক্রিম বা লিপ বাম যথেষ্ট নয়। নিয়মিত ঠোঁট এক্সফোলিয়েটও করতে হবে। এক্সফোলিয়েশনের মাধ্যমে ঠোঁট থেকে মৃত কোষ পরিষ্কার করতে হয়। এতে ঠোঁট আরও বেশি নরম ও মোলায়েম হয়ে ওঠে। এর পর ঠোঁটে লিপ বাম মাখলে বেশি উপকার মেলে।
চিনি ও মধুর স্ক্রাব: ১ চামচ চিনি ও ১ চামচ মধু একসঙ্গে মিশিয়ে নিয়ে ঠোঁটের উপর ঘষে নিন। নরম ঠোঁট পেতে চাইলে এই স্ক্রাব অবশ্যই ট্রাই করুন।
কফি ও নারকেল তেলের স্ক্রাব: ১ চামচ কফির গুঁড়োর সঙ্গে ১/২ চামচ নারকেল তেল মিশিয়ে ঠোঁটের উপর স্ক্রাব করুন। শুষ্ক ঠোঁটের উপর দুর্দান্ত কাজ করে এই স্ক্রাব।
লেবুর রস চিনির স্ক্রাব: ১ চামচ চিনির সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে স্ক্রাব বানিয়ে নিন। এই এক্সফোলিয়েটর মৃত কোষ পরিষ্কারের পাশাপাশি ঠোঁটের কালচে দাগও দূর করে দেবে।
ওটমিল ও মধুর স্ক্রাব: ২ চামচ ওটসের গুঁড়োর সঙ্গে ১ চামচ মধু মিশিয়ে ঠোঁটের উপর স্ক্রাব করুন। এই স্ক্রাব সেনসিটিভ ত্বকের জন্য ভীষণ উপকারী।
আপনার মতামত লিখুন :