হরিণের মাংসসহ ৬ জনকে আটক করেছে কোস্টগার্ড


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৮, ২০২৫, ৫:২৪ অপরাহ্ন /
হরিণের মাংসসহ ৬ জনকে আটক করেছে কোস্টগার্ড

মোংলা প্রতিনিধি : মোংলায় হরিণের মাংসসহ ছয় চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড। আটক ব্যক্তিদের কাছ থেকে ১১ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে।

আটকরা হলেন- মো. রবিন (৪০), তাইজুল ইসলাম (৩৮), সোহেল হোসেন (৩৯), সাইদুল ইসলাম (৪৭), কল্পনা আক্তার নাজু (৩০) ও মুক্তা আক্তার (৩২)। তাদের সবার বাড়ি ঢাকার কেরানিগঞ্জে বলে জানা গেছে।

বুধবার (৮ জানুয়ারি) সকালে কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুসফিক উস সালেহিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে মোংলা ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে মোংলা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস তল্লাশি করে ১১ কেজি হরিণের মাংসসহ ছয় চোরাচালানকারীকে আটক করা হয়

তিনি আরও বলেন, জব্দ অবৈধ হরিণের মাংস, মাইক্রোবাস এবং আটক চোরাচালানকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে মোংলা থানায় সোপর্দ করা হয়েছে।

ঢাংমারী ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী বলেন, আটকদের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগারে পাঠানো হবে।