নিজস্ব প্রতিবেদক : মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের চৌমুহনী টু পান্নারপুলের রাস্তার গোড়ালিয়া থেকে ধামঘর মুছা মার্কেট পর্যন্ত রাস্তার মাঝখানে খানাখন্দভরা । স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন জিবনের ঝুকি নিয়ে সব সময় চলাচল করতে হয় । প্রতিনিয়ত বড় ধরনের দুর্ঘটনার আশংকা থাকে তাই ঠিক সেই মূহুর্তে নিজ উদ্যোগে সড়ক মেরামতের কাজ হাতে নিয়েছেন বিএনপির অংঘসংগঠনের নেতারা ।
মুরাদনগরের সাবেক ৫ বারের সাংসদ ও একবারের ধর্ম প্রতিমন্ত্রী বর্তমান বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের বিশ্বস্ত ও দাদা পরিবারের আস্থাভাজন ব্যাক্তিত্ব্য জাহাঙ্গীর আলম বাবুল জানান চৌমুহনী টু পান্নারপুল রাস্তার গোড়ালিয়া থেকে ধামঘর মুছা মার্কেট পর্যন্ত বড় বড় গর্তগুলোর কারনে জনসাধারণের চলাচলের অসুবিধা হচ্ছে । জনস্বার্থের চিন্তা করে বিএনপির নেতা জাহাঙ্গীর আলম বাবুল, মোঃ জুয়েল রানা – মুরাদনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, মোঃ আলামিন – উপজেলা যুবদলের সদস্য, মোঃ মনির হোসেন ধামঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, মোঃ ছফিউল্লাহ সহ এলাকাবাসীকে নিয়ে গর্তগুলো ইট,দিয়ে ভরাট করি ।
বিএনপির নেতাদের এই জনমুখী কাজে খুব খুশি হয়েছে এলাকাবাসী, ভাঙ্গাচোরা রাস্তা নিয়ে এলাকার মানুষের দুর্দশার সীমা ছিলনা, রাস্তাটিতে বড় বড় গর্তগুলোর জন্য রিক্সা, ভ্যান,অটোরিকশা, চলাচলের অসুবিধা হতো অনেক সময় জরুরী ভিত্তিতে মুমূর্ষু রোগীকে হসপিটালে নেওয়ার জন্য এম্বুলেন্স পাওয়া যেত না কারন রাস্তায় অনেক গর্ত থাকার কারনে গাড়ি আসতো না, এবং সাধারণ যাত্রীদের চলাচলের ঝুঁকি ছিলো আপাতত যানবাহন চলাচলের স্বাভাবিক করার চেষ্টা করেছেন ।
তিনি জানান মানুষের কষ্টের কথা চিন্তা করেই মূলত এই কাজটি করা জাহাঙ্গীর আলম বাবুল আরো জানান আমার নেতা কায়কোবাদ সাহেব মুরাদনগর উপজেলাবাসীর সুখে দুঃখে সব সময় পাশে থাকেন আমিও আমার নেতার আদর্শকে বুকে লালন করি , আপনারা আমার দাদার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন দাদাকে সুস্বাস্থ্য দান করে এবং দাদা যেন আবারও মুরাদনগরের জনগনের সেবা করতে পারে ।
এই বিষয় চৌমুহনী টু পান্নারপুল রাস্তার দায়িত্বে থাকা মুরাদনগর উপজেলা এলজিইডির সার্ভেয়ার মোঃ সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন যারা এই জনকল্যাণমুখী কাজ করেছে আমি তাদেরকে মুরাদনগর উপজেলা এলজিইডি র পক্ষ থেকে ধন্যবাদ জানাই ।
আপনার মতামত লিখুন :