বিএমএসএফের প্রতিবাদ বিবৃতি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ৪, ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন /
বিএমএসএফের প্রতিবাদ বিবৃতি

খান মেহেদী : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে পঞ্চগড়ে কর্মরত সাংবাদিক হরিশ রায় ও নাজমুস সাকিব মুন এর পক্ষে প্রতিবাদ বিবৃতি প্রদান করেছে। সম্প্রতি পঞ্চগড়ের দেবীগঞ্জে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হারুন অর রশিদ কর্তৃক তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ এবং অবমাননাকর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

শনিবার ৪ জানুয়ারী বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, রাজনীতি এবং সাংবাদিকতা ভিন্ন বিষয়। আপনারা আপনাদের রাজনীতি করুন; সাংবাদিকদের তাদের পেশাগত দায়িত্ব পালন করতে দিন। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনরূপ অসহযোগিতা বা বাধাগ্রস্ত করা হলে তার ফলাফল রাজনৈতিক দলের লোকজনকেই ভোগ করতে হবে, কথাটা মনে করাতে চাই।

সাংবাদিক হরিশ রায় ও নাজমুস সাকিব মুন তাঁদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মাদ্রাসার জমি লিজের টাকা জমা না দেওয়া এবং উত্তোলিত টাকার হিসেবে গড়মিল সংক্রান্ত বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিলেন, যা জনস্বার্থে ছিল। এর প্রতিক্রিয়া হিসেবে হারুন অর রশিদ তাদেরকে ‘জঙ্গী’ এবং ‘র’ এর এজেন্ট আখ্যা দিয়েছেন এবং জেলা বিএনপি’র সদস্য সচিবের সহযোগিতা চেয়েছেন তাদের সাংবাদিকতা বন্ধ করার জন্য। এই ধরনের মন্তব্য স্বাধীন সাংবাদিকতার উপর সরাসরি আঘাত বলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মনে করে।

এই অভিযোগের উদ্দেশ্য শুধুমাত্র সাংবাদিকদের মানহানি করা, তাদের কাজের ওপর নগ্ন হামলা চাপানো। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, সাংবাদিকতা স্বাধীনতার মৌলিক অধিকার, যা গণতন্ত্রের ভিত্তি। আমরা আশা করি, ভবিষ্যতে এমন ধরনের অবমাননাকর বক্তব্য আর কোথাও শোনা যাবে না।

এটি অত্যন্ত দুঃখজনক যে, কোনো জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতার পক্ষ থেকে সাংবাদিকদের প্রতি এমন আচরণ করা হচ্ছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সকল সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার অধিকার রয়েছে এবং তা কোনো চাপ বা হস্তক্ষেপ ছাড়া করা উচিত।