চট্টগ্রাম ব্যুরো : জাহাজ ভাঙা শ্রমিকদের মাসিক নিম্নতম মজুরি ১৬ হাজার টাকা বাস্তবায়নের ব্যাপারে মালিক সমিতি নীতিগত একমত হয়েছে। গত বুধবার থেকেই জাহাজভাঙা শ্রমিকদের নিম্নতম মজুরি বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন বাংলাদেশ শিপ ব্রেকার্স এন্ড রিসাইক্লার্স এসোসিয়েশনের (বিএসবিআরএ) সচিব মো. ছিদ্দিক।
গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশের জাহাজভাঙা শিল্পে শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার অবস্থা নিয়ে এক তথ্য উপস্থাপন সভায় তিনি এ কথা জানান। এতে সভাপতিত্ব করেন জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের আহ্বায়ক এবং শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত।সভায় শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন গত সাত বছর আগে নিম্নতম মজুরি ঘোষিত হয়েছে।
৫% করে ইনক্রিমেন্ট হলে ২০১৮ সালের ঘোষিত মজুরি এখন ২৫-২৬ হাজার হওয়ার কথা। সুতরাং নিম্নতম মজুরি বাস্তবায়নে যেন কোন ধরনের চালাকি বা গড়িমসির আশ্রয় নেয়া না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সভাপতিত্ব করেন জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের যুগ্ম-আহ্বায়ক এবং জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এ এম নাজিম উদ্দিন।
তিনি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের উন্নত জীবনমান নিশ্চিত করতে সরকার ও মালিকপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।শ্রমিকদের গ্রিভ্যান্স, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক ২০২৪ সালের তথ্য উপস্থাপন করেন জাহাজভাঙা শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক তথ্য কেন্দ্রের সমন্বয়ক এবং জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের সদস্য সচিব ফজলুল কবির মিন্টু। তিনি জাহাজভাঙা শিল্পে শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকি, দুর্ঘটনা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং ২০২৪ সালে সংঘটিত বিভিন্ন দুর্ঘটনা ও তাদের প্রভাব নিয়ে তথ্য প্রদান করেন।
এছাড়া সভার শুরুতে ২০২৪ সালে জাহাজভাঙা শিল্পখাতে নিহত সাত শ্রমিকের স্মরণে ৭টি মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এই বিশেষ আয়োজনের মাধ্যমে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের পরিবারের প্রতি সহানুভ‚তি জানানো হয়। মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে সভায় অংশগ্রহণকারীরা শ্রমিকদের প্রতি তাদের সমর্থন এবং সুরক্ষিত কর্মপরিবেশ প্রতিষ্ঠার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক শিপন চৌধুরী, শিল্প সম্পর্ক শিক্ষায়তনের অধ্যক্ষ রুমানা আক্তার, চট্টগ্রাম শ্রম দপ্তরের সহকারী পরিচালক মাসুদুল আলম প্রমুখ।
আপনার মতামত লিখুন :