চট্টগ্রাম ব্যুরো, মনিরুল ইসলাম পারভেজ : খুনীরা নতুন করে ফিরে আসছে, নতুন করে গল্প লিখছে, যারা তাদের পুনর্বাসন করতে চায় তাদের বিরুদ্ধে দ্বিতীয়বার রাজপথে নামতে ও জীবন দিতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
আজ সকালে চট্টগ্রামের পিটিআই মিলনায়তনে শহীদ পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেয়া আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।আজ জুলাই ছাত্র আন্দোলনে চট্টগ্রাম বিভাগে নি-হত শহীদ ১৫২ জনের মধ্যে ১০৫ পরিবারের মাঝে চেক বিতরণ করা হয়।
এসময় ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন দ্রুত সময়েত মধ্যেই সকলে কাছে এই চেক পৌঁছে দেয়া হবে সেই সাথে দ্রুত যাতে এর বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হয় তারও আহবান জানান তিনি।
অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা উপস্থত হয়েছেন। এসময় সারজিস ও স্নিগ্ধকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদের স্বজনরা।
আপনার মতামত লিখুন :