ফারুকুর রাহমান, টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে ট্রলার যোগে মাছ ধরার সময় মিয়ানমারের নৌবাহিনীর ছোড়া গুলিতে এক বাংলাদেশি জেলে আহত হয়েছে।
গত বুধবার (২৭ নভেম্বর) দুপুরে সেন্টমার্টিনের দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগরের মোহনায় এ ঘটনা ঘটে। জানা যায় গুলিবিদ্ধ জেলে সেন্টমার্টিন দ্বীপের গলাচিপায় পাড়া বসবাসকারী ও খাগড়াছড়ি জেলার বাসিন্দা মোহাম্মদ এরশাদ (৪০)
এসব তথ্য নিশ্চিত করে সেন্টমার্টিনের প্যানেল চেয়ারম্যান আক্তার কামাল জানিয়েছেন; দ্বীপের আলী জোহারের মালিকানাধীন ট্রলারে ছয় জেলে সাগরে মাছ শিকারে যান। এসময় সেন্টমার্টিনের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে মিয়ানমারের নৌবাহিনীর সদস্যরা জেলেদের ধাওয়া করে। এক পর্যায়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে এক জেলে গুলিবিদ্ধ হন।
এদিকে দ্বীপের বাসিন্দা ট্রলারের মালিক পক্ষ নেজাম উদ্দিন জানান, সেন্টমার্টিন সংলগ্ন সাগরে মাছ শিকারকালে মিয়ানমার নৌ-বাহিনীর একটি জাহাজ থেকে জেলেদের ওপর গুলি চালালে জেলে এরশাদের ডান হাতে গুলি লাগে।
এদিকে জেলের গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি জানা নেই বলে জানিয়েছেন, টেকনাফ উপজেলার ইউএনও দায়িত্বে থাকা (ভূমি) সহকারী কমিশনার আরিফ উল্লাহ নিজামী।
আপনার মতামত লিখুন :