জাহেদ কায়সার , চট্টগ্রাম : মোহনা টিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরীর আমীর ও সাবেক এমপি জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
সোমবার ১১ নভেম্বর চট্টগ্রামের সিআরবি তাসফিয়া গার্ডেন কনভেনশন হলে মোহনা টিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত হয়ে নগর জামায়াতের আমীর ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে শাহজাহান চৌধুরী মোহনা পরিবারকে মুক্ত ও স্বাধীন সংবাদ চর্চার মাধ্যমে দেশ ও জাতির সেবা করতে আহ্বান জানান। প্রতিষ্ঠানটিতে কর্মরত সাংবাদিকবৃন্দ পেশাদারিত্বের সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও নগর জামায়াতের নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম , নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ। এতে আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা সাদুর রশিদ, আ ন ম জোবায়ের ও আব্দুল্লাহ রাসেল।
মোহনা টিভি পরিবারের পক্ষে থেকে ছিলেন চট্টগ্রাম ব্যুরো প্রধান আলী আহমেদ শাহীন, ডেপুটি ব্যুরো প্রধান আফসানা নুর, সিনিয়র রিপোর্টার সুমন কুমার দে, রিপোর্ট রিয়াজ উদ্দিন, আবুল কালাম আজাদ, কামরুল ইসলাম, কবির শাহ, দুলাল প্রমুখ।
আপনার মতামত লিখুন :