আমতলীতে জাতীয় যুব দিবস পালিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৪, ১০:১৭ অপরাহ্ন /
আমতলীতে জাতীয় যুব দিবস পালিত

আমতলী ( বরগুনা) প্রতিনিধি : “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে বরগুনার আমতলীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ সাইফুর রহমানর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) মোঃ তারেক হাসান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় অফিসার মোঃ আযাদুর রহমান,উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মানজুরুল হক কাওসার। বক্তব্য রাখেন একে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বজলুল রহমান, মফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ হান্নান, টেপুরা জনতা ক্লাবের সভাপতি অ্যাড. আওলাদ হোসেন, সফল আত্মকর্মী তুষার রায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি আবদুল্লাহ, সাংবাদিক এইচ এম রাসেল, মোঃ ফখর উদ্দিন তহসিন প্রমুখ।

আলোচনা সভা শেষে ৯ জন যুব ও যুব মহিলার মাঝে ৭ লক্ষ ৩০ হাজার টাকার চেক বিতরণ ও ৩০ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়