রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি: কুমিল্লার হোমনায় শিক্ষার মান উন্নয়নসহ সন্তানের প্রতি মায়েদের দায়িত্ব ও করনীয় বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মা সমাবেশ এবং ৩য় থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের দুপুরের খাবার বিদ্যালয়ে বসে খাওয়ার অভ্যাস গঠনের লক্ষ্যে মিড ডে মিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ৩ টার দিকে উপজেলার আছাদপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে মা সমাবেশ, শিক্ষার্থীদের মিলমেলা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় বিদ্যালয়ের সাবেক সভাপতি আয়েশা আমজাদের সভাপতিত্বে ও বিদ্যালয় প্রধান শিক্ষক মুঃ মুর্শিদ মিঞার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার খাদিজা আক্তার, সহকারী শিক্ষা অফিসার নজরুল ইসলাম, বিদ্যালয়ের সাবেক সভাপতি এমিলি আক্তার, কলাগাছিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জলি বেগম, তেভাগিয়া প্রথামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা আক্তার, হোমনা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তপন মিয়া সরকার, মো. মোস্তফাসহ অবিভাবক ও ছাত্র-ছাত্রীরা।
বক্তারা বলেন, সন্তানের জীবনের প্রথম শিক্ষার হাতেখড়ি মায়ের কাছ থেকেই শুরু হয়। মা একজন সন্তানের জীবনে অনন্য ভূমিকা পালন করেন। মা একটু সচেতন হলেই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন। আরো বলেন, মা একটি ছোট শব্দ হলেও মায়ের কাছে একজন সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ তেমনি একজন সন্তানের কাছে মা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। বক্তারা সন্তানের পড়ালেখায় মায়েদের আরও দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান।
আপনার মতামত লিখুন :