শরীয়তপুর জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৪, ৫:৪৬ অপরাহ্ন /
শরীয়তপুর জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়

মো: নাসির খান (শরীয়তপুর) প্রতিনিধি : অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ মাছ আহরণ নিষিদ্ধ থাকবে।
জেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাদিউজ্জামান এর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক সাদিয়া জেরিন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: নজরুল ইসলাম পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক পিংকি সাহা, ইলিশ সংরক্ষণ প্রকল্পের অতিরিক্ত পরিচালক মো: মাহাবুবর রহমান। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাইনউদ্দিন, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: রাজিবুল ইসলাম, জাজিরা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য, গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার আহম্মেদ সাব্বির সাজ্জাদ।

ভেদরগঞ্জ উপজেলা মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম, গোসাইরহাট উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আবদুস সামাদ, নড়িয়া উপজেলা মৎস্য অফিসার মো: জাকির হোসেন মৃধা।

জেলা মৎস্য কর্মকর্তা মো: হাদিউজ্জামান জানান, সারাদেশের মতো শরীয়তপুর জেলায়ও ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ মাছ আহরণ নিষিদ্ধ থাকবে। সেই সাথে ইলিশ পরিবহণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে। এ সময় ইলিশ আহরণে বিরত থাকা নিবন্ধিত জেলেদের সরকার ভিজিএফ খাদ্য সহায়তা দেওয়া হবে।