বিভিন্ন পূজামন্ডপ পরিশর্দন এবং আর্থিক সহায়তা প্রদান করেন আলীকদম ৫৭ বিজিবি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৪, ৫:৩৭ অপরাহ্ন /
বিভিন্ন পূজামন্ডপ পরিশর্দন এবং আর্থিক সহায়তা প্রদান করেন আলীকদম ৫৭ বিজিবি

মোঃ জয়নাল আবেদীন আলীকদম বান্দরবান : বান্দরবান জেলাধীন আলীকদম উপজেলায় আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিশর্দন এবং আর্থিক সহায়তা প্রদান করেছে আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি এর অধিনায়ক লেঃকর্নেল আকিব জাভেদ পিএসসি।

অদ্য বুধবার ২ অক্টোবর ২০২৪ তারিখ আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর অধিনায়ক লেঃকর্ণেল আকিব জাভেদ পিএসসি কর্তৃক আলীকদম উপজেলার অবস্থিত পূজামন্ডপসমূহ সরেজমিনে পরিদর্শনকালীন সময়ে অধিনায়ক কর্তৃক পূজামন্ডপের সভাপতি ও সদস্যবৃন্দ, ম্যানেজিং কমিটি এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় বিজিবি’র অধিনায়ক আলীকদম উপজেলার পাঁচ টি পূজামন্ডপে আর্থিক সহায়তা অনুদান প্রদান করেন।

আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আকিব জাভেদ পিএসসি পরিদর্শনে বলেন, বিজিবি’র পক্ষ থেকে আসন্ন দুর্গাপূজায় সর্বোচ্চ সহায়তা করা হবে। পূজামণ্ডপ এবং পার্শ্ববর্তী এলাকায় আমাদের পেট্রোল সবসময় অব্যাহত থাকবে । আমরা চাই যেন সনাতন ধর্মাবলম্বী সকলে লামা এবং আলীকদম উপজেলায় তাদের স্বাচ্ছন্দ্য মোতাবেক এবং আনন্দের সাথে পূজার কার্যক্রম সম্পন্ন করতে পারেন। বিজিবি মহাপরিচালক এর পক্ষ হতে আমরা দুর্গাপূজার নিরাপত্তার জন্য সর্বদা নিয়োজিত থাকবেন তিনি জানান।