বরিশালে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৪, ৫:৫২ অপরাহ্ন /
বরিশালে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত

জামাল কাড়াল বরিশাল ব্যুরো : বরিশাল মেট্রো পলিটন বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে মহানগরীর বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সমন্বয় সভায় ।

আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আজ ০১ অক্টোবর সকাল ১১ঃ০০ টায় অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন মাননীয় পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ শফিকুল ইসলাম মহোদয় । সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় কালে সভাপতি মহোদয় মহানগরীর প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করা, স্বেচ্ছাসেবক মোতায়ন করা, ট্রাফিক ব্যবস্থাপনা ও নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা বিসর্জন, প্রতিমা বিসর্জন স্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও তিনি শারদীয় দুর্গাপূজা উদযাপন কে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিপন্থী কোন ধরনের কার্যক্রম যেমন- মাদক, ইভটিজিং কিংবা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য সোশ্যাল প্লাটফর্মে কোন ধরনের গুজব ছড়ানো হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারী প্রদান করেন। এ সময় তিনি পূজা উদযাপন কমিটি, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটি, কমিউনিটি পুলিশিং কমিটি সহ সংশ্লিষ্ট সকল কে আসন্ন শারদীয় দুর্গাপূজা নিরাপদ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য নিজ নিজ জায়গা থেকে তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করার আহ্বান জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) জনাব মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) জনাব মােঃ আলী আশরাফ ভূঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব এস এম তানভীর আরাফাত পিপিএম-বার সহ বিএমপি’র অন্যান্য কর্মকর্তা বৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যম এর প্রতিনিধি, বরিশাল সিটি কর্পোরেশন প্রতিনিধি, ফায়ার সার্ভিস প্রতিনিধি, সাম্প্রদায়িক সম্প্রীতি কমিটির নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকল সংস্থার প্রতিনিধি।