বাগেরহিট প্রতিনিধি : রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) পিরোজপুর জোন,বাগেরহাট এরিয়া কর্তৃক আয়োজিত, আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৪ পালিত হয়েছে।।”মর্যাদাপূর্ণ বার্ধক্যঃ বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ-” স্লোগান কে সামনে রেখে পালন করা হয়।
মঙ্গলবার সকালে ( ১অক্টোবর ) মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সরকারী পরিচালক, বাগেরহাট জেলা সসমাজসেবা অধিদপ্তর এ,টি,এম মাসুদ হোসেন। মানববন্ধনের শেষে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) বাগেরহাট এরিয়া কার্যালয় আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-রিকের পিরোজপুর জোনের জোনাল ম্যানেজার মোঃ এমদাদুল হক।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেমরতা ইউনিয়ন প্রবীণ কল্যাণ সমিতির সভাপতি মাস্টার দেলোয়ার হোসেন। রিকের বাগেরহাট এরিয়ার এরিয়া ম্যানেজার মোঃ ইনছান আলী সঞ্চালনা অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা মহব্বত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মাস্টার মতিউর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থার বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন, সুজনের বাগেরহাট জেলা শাখার সম্পাদক এস কে হাসিব। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫টি ইউনিয়ন পর্যায়ে প্রবীণদের সভাপতি ও সম্পাদক সহ প্রায় শতাধিক প্রবীণ ব্যক্তি বর্গ। আলোচনা শেষে প্রবীণদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :