টেকনাফ স্থলবন্দর সংলগ্ন পশ্চিমে জঙ্গলে গলায় ফাঁস দেয়া অবস্থায় যুবকের মর’দেহ উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৯, ২০২৪, ৪:০৯ অপরাহ্ন /
টেকনাফ স্থলবন্দর সংলগ্ন পশ্চিমে জঙ্গলে গলায় ফাঁস দেয়া অবস্থায় যুবকের মর’দেহ উদ্ধার

ফারুকুর রাহমান, টেকনাফ : কক্সবাজার সীমান্ত শহর টেকনাফের, স্থলবন্দর সংলগ্ন পশ্চিমের জঙ্গলে গাছের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড স্থলবন্দরের পশ্চিম পাশে কেরুন তুলি এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মৃত যুবক হলেন, টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের, নুরুল ইসলামের ছেলে মো. রফিক (৩০)

তবে স্বজন, পুলিশ, এবং স্থানীয়দের প্রাথমিক ধারণা দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটেছে।

মৃত; রফিকের স্ত্রী রেহেনা জানান, গত শনিবার (১৪ সেপ্টেম্বর) রফিক তার বাবার বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়, পরে তাঁর মোবাইল ফোন বন্ধ হয়ে যাওয়ায় অনেক খুঁজা খুজির পর আজ বৃহস্পতিবার টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতুলি এলাকায় একজন স্থানীয় লোক জঙ্গলে গরু খুঁজতে গেলে গাছের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে দেখতে পান, পরে স্থানীয়রা চিহ্নিত করে টেকনাফ মডেল থানায় অবগত করলে, টেকনাফ মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে স্ত্রীকে জানান।

এদিকে ওসি বলেন, দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। তারপরও ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ খোঁজখবর নিচ্ছে।

মৃতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন।