লালমনিরহাট থেকেঃ জাহেদুল ইসলাম রতন : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মোছাঃ নাছিমা বেগম ওরফে নাছি এক মাদক চোরাকারবারিকে ৫০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ।
গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর ) গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ সুপার, লালমনিরহাট জনাব মোঃ তরিকুল ইসলাম দিকনির্দেশনায় কালীগঞ্জ থানাধীন ০৪ নং দলগ্রাম ইউপির দক্ষিণ দলগ্রাম বুকগুলা ব্রীজের দক্ষিণ পার্শ্বে, মোঃ আজিজুল ইসলাম এর মুদি দোকনের সামনে দলগ্রাম হইতে কাকিনা গামী পাকা রাস্তার উপর যানবাহন চেকিং ডিউটি করা কালীন দলগ্রাম বাজারের দিক হইতে কাকিনা গামী একটি ব্যাটারী চালিত অটো ইজিবাইক তল্লাশী করে ৫০বোতল অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল উদ্ধার করেন। আটক চোরাকারবারি মোছাঃ নাছিমা বেগম ওরফে নাছি, স্বামী- মোঃ আজিত বাবু, পিতা-মৃত আনসার আলী, উত্তর দলগ্রাম (বড়ন্তর) এলাকার ,আসামীর এর ডান হাতে থাকা একটি স্কুল ব্যাগ এর ভিতর হইতে ৫০ (পঞ্চাশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করেন পুলিশ । উদ্ধারকারী অফিসার এসআই/মোঃ নুরুল হক সরকার ও তার সঙ্গীয় টিম।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী ও মাদকদ্রব্য বিক্রয়ে সহযোগী পলাতক আসামী মোঃ আমিনুর ইসলাম,পিতা-মোঃ আহম্মদ আলী বেকারী, নামে জেলা-লালমনিরহাটদ্বয়ের বিরুদ্ধে কালীগঞ্জ থানার মামলা নম্বর ১১, তারিখ- ১৬/০৯/২০২৪ খ্রীঃ, ধারা- ৩৬(১) সারনীর ১৩(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু করা হয়।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতেয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং আটক আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :