নেত্রকোনার কলমাকান্দায় ছাত্রদল সভাপতির গুদাম থেকে কম্বলসহ সাড়ে ১৭লাখ মালামাল উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৪, ১১:১৮ পূর্বাহ্ন /
নেত্রকোনার কলমাকান্দায় ছাত্রদল সভাপতির গুদাম থেকে কম্বলসহ সাড়ে ১৭লাখ মালামাল উদ্ধার

সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ- নেত্রকোণার কলমাকান্দায় ইউনিয়ন ছাত্রদল সভাপতি এরশাদুর রহমান বিদ্যুতের গুদাম থেকে কম্বলসহ সাড়ে ১৭ লাখ টাকার মালামাল দ্ধার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী মুন্সিপুর গ্রামের ছাত্রদল সভাপতির গুদামে অভিযান চালায়। গুদামে কম্বল ছাড়াও সিগারেটের ফিল্টার মোড়ানো খালি সিগারেট উদ্ধার করা হয়েছে। বিদ্যুৎ উপজেলার রংছাতি ইউনিয়নের ছাত্রদল সভাপতি।

মালামাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কলমাকান্দা উপজেলার সেনাবাহিনী অস্থায়ী ক্যাম্পের কমান্ডার মো. আসিফ প্রামানিক নুহাশ।

স্থানীয় ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে, অভিযানে বিদ্যুতের গুদাম থেকে মোট ৩৩১টি কম্বল (ডাবল ২২১ এবং সিংগেল ১১০) ও ১ লাখ ৪০ হাজার পিস সিগারেটের ফিল্টার জব্দ করা হয়। জব্দ কম্বল ও সিগারেটের ফিল্টারের আনুমানিক মূল্য ১৭ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা।

তবে অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে গুদাম থেকে পালিয়ে যায় চোরা কারবারিরা। ফলে কাউকে আটক করতে পারেনি যৌথবাহিনী। এ বিষয়ে জানতে রংছাতি ইউনিয়ন ছাত্রদল সভাপতি বিদ্যুতের নম্বরে কল করলেও ফোন বন্ধ পাওয়া যায়।

নেত্রকোণা সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের মেজর জিসানুল হায়দার জানান, জব্দ কম্বল এবং সিগারেটের ফিল্টার বিজিবির কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।