শরীয়তপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক পরিস্থিতি নিয়ে জেলা নাগরিক কমিটির বিশেষ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে
আজকালের কণ্ঠ
প্রকাশের সময় : অগাস্ট ২২, ২০২৪, ৩:২৪ অপরাহ্ন /
০
মো: নাসির খান (শরীয়তপুর) প্রতিনিধি : ২১ আগস্ট বুধবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: মাহবুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সাইফুদ্দিন গিয়াস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া জেরিন, শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনরি সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালু, জেলা পরিষদ শরীয়তপুরের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদউজ্জামান, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মো: মোস্তফা কামাল হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মহিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাইনউদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল হক মোল্লা, এ্যাড. জাহাঙ্গীর আলম কাশেম, শাহ মো: আব্দুস সালাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার সাবেক আমির শরীয়তপুর ও ফরিদপুর অঞ্চল টীম সদস্য মাওলানা খলিলুর রহমান, জেলা নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য কে এম মকবুল হোসাইনসহ জেলা নাগরিক কমিটির অন্যান্য সদস্যগণ।
সভায় আইন শৃঙ্খলা, স্বাস্থ্য, শিক্ষা, বাজার পরিস্থিতি মনিটরিং, নদীভাঙন ও হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পূঁজা নিরাপদে উদযাপনসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতামত প্রদানসহ শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান মুখী করা ও শিক্ষকদের ভূমিকা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আপনার মতামত লিখুন :