বাগেরহাটের সন্তান পুলিশ কনস্টেবল সুমন নি-হত, রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ৩, ২০২৪, ৫:৫৭ অপরাহ্ন /
বাগেরহাটের সন্তান পুলিশ কনস্টেবল সুমন নি-হত, রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

বাগেরহাট প্রতিনিধি : চলমান বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনে খুলনায় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে নি-হত হয়েছেন বাগেরহাটের সন্তান পুলিশ কনস্টেবল সুমন কুমার ঘরামী।

তাকে আজ বিকালে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে বলে নিশ্চিত করেছেন বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত খাঁন। তিনি বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের মালিপাটন গ্রামের বীর মুক্তিযোদ্ধা সুশীল কুমার ঘরামির ছেলে।

নি-হত সুমন কুমার ঘরামী খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন) এর দেহরক্ষী হিসেবে কর্মরত ছিলেন। মৃ-ত্যুকালে তিনি স্ত্রী এক কন্যা সন্তান ও আত্মীয়-স্বজনসহ অশংখ্য গুনাগ্রহি রেখে গিয়েছেন।

পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, খুলনা মেট্রোপলিটন পুলিশ পরিবারের পক্ষ থেকে কনস্টেবল সুমন ঘরামির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। সেই সাথে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত খান বলেন, নি-হত সুমন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ছিলেন। তার ৪ বছরের একটি কন্যা সন্তান রয়েছে, তার নাম স্নিগ্ধা ঘরামী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে মুক্তিযোদ্ধা শুশীল ঘরামী বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

এদিকে সুমন ঘরামীর মৃ-ত্যুতে এলাকায় শোকের ছাযা নেমে আসে। বিকালে তার মর-দেহ গ্রামের বাড়িতে পৌছায়। পরে নিজ বাড়ীতে সমাহিত করা হয়।