সেনাপ্রধানের সাথে যুক্তরাষ্ট্রের সিনেটর Mr. Gary Peters এর সৌজন্য সাক্ষাৎ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৫, ৪:৫৩ অপরাহ্ন /
সেনাপ্রধানের সাথে যুক্তরাষ্ট্রের সিনেটর Mr. Gary Peters এর সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ১৮ মার্চ ২০২৫ (মঙ্গলবার): যুক্তরাষ্ট্রের সিনেটর Mr. Gary Peters এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সেনাসদরে সেনাপ্রধান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে, পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তাঁরা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কোন্নয়ন এবং উভয় দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের মান্যবর চার্জ দ্য অ্যাফেয়ার্স Tracey Ann Jacobson উপস্থিত ছিলেন।

U.S. Senator, Mr. Gary Peters’s Courtesy Call on with the Chief of Army Staff
Dhaka, 18 March 2025 (Tuesday): A delegation led by U.S. Senator Mr. Gary Peters paid a courtesy call on to the Chief of Army Staff at the Army Headquarters today. In addition to exchange of mutual greetings, they expressed their desire to strengthen cordial relations as well as wishing for the continued prosperity of both the nations. Charge d’affaires of the United States to Bangladesh, H.E. Tracey Ann Jacobson was also present at the meeting.