দুমকি উপজেলা যুবদলের সদস্য-সচিব রিপন শরীফ ব’হিষ্কার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৫, ৭:২১ অপরাহ্ন /
দুমকি উপজেলা যুবদলের সদস্য-সচিব রিপন শরীফ ব’হিষ্কার

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের সদস্য-সচিব রিপন শরীফকে বহিষ্কার করেছে সংগঠনটি।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় কেন্দ্রীয় যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ থাকায় উপজেলা যুবদলের সদস্য সচিব রিপন শরীফকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসময় বহিষ্কৃত এ নেতার সাথে কোন সাংগঠনিক যোগাযোগ না রাখতে নির্দেশনা দেয়া হয়েছে। একই সাথে বলা হয়েছে, বহিষ্কৃত যুবদল নেতা রিপন শরীফের অপকর্মের কোন দায়দায়িত্ব দল গ্রহণ করবে না।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত ইতিমধ্যে কার্যকর করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।