“রাবিতে শুরু হলো তিন দিনব্যাপী শৈত্যোৎসব ও পিঠাপুলি মেলা”


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৭, ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন /
“রাবিতে শুরু হলো তিন দিনব্যাপী শৈত্যোৎসব ও পিঠাপুলি মেলা”

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী শৈত্যোৎসব ও পিঠাপুলি মেলা। রিয়েল স্টার প্রোপারটিজ লিমিটেড নিবেদিত এবং ক্যাম্পাস বাওয়ালিয়ানার উদ্যোগে আয়োজিত এই উৎসবটি বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাবির সাবাশ বাংলাদেশ মাঠে উদ্বোধন করা হয়। উৎসব চলবে ১৬-১৮ জানুয়ারি পর্যন্ত।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে রাবি উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব বলেন, “এই আয়োজনটি অত্যন্ত ভালো হয়েছে। আমি আশা করি সবাই আইনশৃঙ্খলা বজায় রেখে অনুষ্ঠান উপভোগ করবেন। এখানে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি এই শৈত্যোৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করছি।”

রাবি ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম কনক বলেন, “আমরা সবাই সচেতন থেকে এ অনুষ্ঠান উপভোগ করবো। আগামীকালের অতিথি সম্মাননা এবং পিঠাপুলি প্রদানের পর্বটি উৎসবের প্রকৃত রূপ তুলে ধরবে।”

রাবি উপ-উপাচার্য ড. মোহাম্মদ মাঈন উদ্দীন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষার গুরুত্বের কথা তুলে ধরে বলেন, “এটি একাডেমিক ক্যাম্পাস। তাই উচ্চ শব্দের যন্ত্র ব্যবহার করে এমন উদ্দীপনা সৃষ্টি করা যাবে না যা ক্যাম্পাসের পরিবেশ বিঘ্নিত করে।”

শৈত্যোৎসবে পিঠাপুলি মেলা ছাড়াও থাকবে বিভিন্ন পণ্যদ্রব্য প্রদর্শনী এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। রাবির বিভিন্ন গানের দলের পাশাপাশি দেশের সেরা ফোক, বাউল, এবং কাওয়ালী শিল্পীদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করবে।

উৎসবের আয়োজক কমিটি এবং ছাত্র-ছাত্রীরা এই উৎসবের সফলতা কামনা করছেন। শীতের সকালকে পিঠাপুলির আনন্দে রাঙিয়ে তুলতে মেলায় ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।