ইবির ছায়া জাতিসংঘের নেতৃত্বে আফজালুল-জিতু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৬, ২০২৫, ৯:২০ অপরাহ্ন /
ইবির ছায়া জাতিসংঘের নেতৃত্বে আফজালুল-জিতু

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছায়া জাতিসংঘ–এর ২০২৪-২৫ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. নিলুফা আক্তার বানু, অধ্যাপক ড. কাজী মোস্তফা আরিফ, সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম এবং সংগঠনটির সাবেক সভাপতি নাহিদ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির গর্ভানিং বডির সভাপতি হিসেবে ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আফজালুল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের নাজমুস সাকিব জিতু নির্বাচিত হয়েছেন। গভার্নিং বডির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি আবদুল্লাহ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মো. তারিকুল ইসলাম তারেক, দপ্তর সম্পাদক মো. নাহিদ হাসান, ডাইরেক্ট অব ফাইন্যান্স রাকিবুল ইসলাম, ডাইরেক্ট অব রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইয়াসিন আলী, ডাইরেক্ট অব মিডিয়া অ্যান্ড পাবলিকেশন নায়েয মো. জিসান এবং ডাইরেক্ট অব কনফারেন্স ম্যানেজমেন্ট শারমিন শিলা।

নির্বাহী কমিটির মধ্যে অফিস ম্যানেজমেন্টে রনক খাঁন, একাডেমিকসে সৌরভ কুমার দত্ত এবং মোছা. সাকিরা ইসলাম, পাবলিক রিলেশনে সাহাত সিদ্দিকি আলভি ও জেসিয়া জামান, ব্রান্ডিং অ্যান্ড প্রমোশনে আব্দুল মান্নান লুমান ও মেহরাজ-বিন-আলম, ইভেন্ট ম্যানেজমেন্টে সৌরভ হোসেন সজিব ও ইশরাত জাহান প্রমী এবং সোশ্যালসে শেখ এ এম রুম্মান দায়িত্ব পেয়েছেন।