বহিরাগত কর্তৃক শিক্ষার্থী হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ মিছিল


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৬, ২০২৫, ৬:০০ অপরাহ্ন /
বহিরাগত কর্তৃক শিক্ষার্থী হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ মিছিল

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীর উপর বহিরাগত এক শিক্ষার্থীর হামলার প্রতিবাদে এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে
নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবিতে বিক্ষোভ মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা।বিক্ষোভ মিছিলটি নতুন প্রশাসনিক ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় জাহাঙ্গীরনগর সংস্কার আন্দোলনের আহ্বায়ক ইতিহাস বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী ইয়াহিয়া জিসান বলেন, আমরা মনে করি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাধারণ মানুষের টাকায় চলে, এখানে বাংলাদেশের মানুষ আসবে এটা আমরা প্রত্যাশা করছি এবং আমরা তাদেরকে কোন বাধা ও দিচ্ছি না। কিন্তু বিশ্ববিদ্যালয় কোনো পার্ক না।

বহিরাগতরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পার্ক এবং বারের মতো করে ব্যবহার করে। এটা অনেক লজ্জার। বহিরাগতরা ক্যাম্পাসে নিয়মিত ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে। আমরা এই সকল ঘটনার নিন্দা জানাই প্রতিবাদ জানাই। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কে একটি নিরাপদ ক্যাম্পাস হিসেবে দেখতে চাই। এজন্য যা যা করা দরকার তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে করার আহ্বান জানাচ্ছি।’

গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু বলেন, ‘আমরা হুসনি মুবারকের উপর হওয়া এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।হামলাকারী উগ্রতা ও কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাকে প্রতীয়মান করে।