বরিশাল শ্রেনী বৈষম্যহীন মানুষের সাথে ডি আই জি’র মতবিনিময় সভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জানুয়ারী ১৮, ২০২৫, ৫:৫৮ অপরাহ্ন /
বরিশাল শ্রেনী বৈষম্যহীন মানুষের সাথে ডি আই জি’র  মতবিনিময় সভা

জিয়াউল হক ,বরিশাল : বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগে সামাজিক রাজনৈতিক ও সাম্প্রদায়িক সম্প্রীতির গৌরবের আলোয় আলোকিত উপজেলার শ্রেনী বৈষম্যহীন মানুষের সঙ্গে ডি আই জি মঞ্জুর মোর্শেদ আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ জানুয়ারী (শনিবার) সকাল ১০ টায় পৌর অডিটোরিয়ামে মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন ডি আই জি মঞ্জুর মোর্শেদ আলম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার শরিফ উদ্দিন, বাকেরগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ, সভাপতিত্ব করেন দেউলী মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসা অধ্যক্ষ ফিরোজ আলম।

এ সময় আরো উপস্থিত থাকেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির হাওলাদার, পৌর বিএনপির আহ্বায়ক নাসির জমাদ্দারসহ উপজেলার জাতীয়তাবাদী দল বি এনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জামাতি ইসলাম, জাতীয় পার্টি, ইসলামি আন্দোলন, গনঅধিকার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ, এন জি ও, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা বর্তমান দেশে অদ্ভুত পরিস্থিতি কাটিয়ে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর স্বমহিমায় উঠে আসার প্রশংসা করেন। উপস্থিত সভায় নিজেদের অভিজ্ঞতার আলোকে বিভিন্ন বিষয় স্ব-স্ব মতামত তুলে ধরেন অনেকে। অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক পংকজ কুমার দাস। সার্বিক ব্যবস্থানায় সুশৃঙ্খল ভাবে শান্তিপূর্ণ পরিবেশে সভা শেষ করতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম।