মিজানুর রহমান, কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াাখালীর কলাপাড়ায় তারুণ্যের কৃষি পণ্য ও তারুণ্যের কারুপণ্য উদ্বোধন করা হয়েছে। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই প্রতিবাদ্য বিষয় নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বেলা এগারোটায় উপজেলা প্রশাসনের খেলারমাঠে মাসব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম ও কলাপাড়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার কবির হোসেনসহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মেলায় শতাধিক তারুণ্যের কৃষি পণ্য ও কারুপণ্যের স্টল বসেছে। এছাড়া উপজেলার কৃষকদের উৎপাদিত বাছাইকৃত কৃষিপণ্য, ফসল উৎপাদন, সংরক্ষণ, মাড়াই ও ঝাড়াই প্রযুক্তির প্রদর্শন করা হয়। মাসব্যাপী এ উৎসবে বৌছি, নৌকা বাইচ, দাড়িয়াবন্ধা, কানামাছি, কুত কুত, হাড়িভাঙ্গা, দড়ি টানাটানি ও মার্বেল খেলা সহ গ্রামীণ খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বিভিন্ন কর্মসূচিতে তরুণদের সম্পৃক্ত করতে ও তাদের আরও শক্তিশালী করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।
আপনার মতামত লিখুন :