চট্টগ্রাম ব্যুরো : দুপুরে শুনানি শেষে এ আদেশ দেন চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সরকার হাসান শাহরিয়ার।এই মামলায় আসামিদের মধ্যে মোট ৬৬ জন আইনজীবী। তিনজন বিদেশে থাকায় ৬৩ জন আইনজীবী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
আদালত শুনানি শেষে চার্জশিট বা পুলিশ রিপোর্ট না হওয়া পর্যন্ত আইনজীবীদের জামিন মন্জুর করেন। এদিকে এ মামলা গিরে সকাল থেকে আদালতে ছিল কড়া নিরাপত্তা। পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যও মোতায়েন ছিল।জামিনের আদেশের পর আইনজীবীদের একাংশ নিহত সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দাবিতে বিক্ষোভ দেখান আদালত প্রাঙ্গণে।
গত বছরের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সনাতনী সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিলে তার সমর্থকরা সংঘর্ষে জড়ায়। ভাংচুর করা হয়। সেদিন সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়।
আপনার মতামত লিখুন :