চাঁদের বয়স নিয়ে নতুন তথ্য


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২৪, ২:৫৬ অপরাহ্ন /
চাঁদের বয়স নিয়ে নতুন তথ্য

আজকালের কন্ঠ ডেস্ক : চাঁদের বয়স নিয়ে নতুন গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য। সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, চাঁদের বয়স আগের ধারণার চেয়ে অন্তত ১৬ কোটি বছর বেশি হতে পারে। ‘নেচার’ জার্নালে প্রকাশিত গবেষণাটি পরিচালনা করেছেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান্তা ক্রুজের অধ্যাপক ফ্রান্সিস নিম্মো এবং তার দল।

গবেষকরা চাঁদের তাপীয় মডেল, জ্বালামুখ এবং খনিজ পদার্থ বিশ্লেষণ করে ধারণা করছেন, চাঁদের বয়স হতে পারে প্রায় ৪৫১ কোটি বছর। এর আগে চাঁদের বয়স প্রায় ৪৩৫ কোটি বছর বলে ধারণা করা হয়েছিল। গবেষণায় উঠে এসেছে, চাঁদের পৃষ্ঠ একাধিকবার উত্তপ্ত হয়ে গলে গিয়েছিল, যা এর পুরোনো বৈশিষ্ট্যগুলো ঢেকে দিয়েছে।

ধারণা করা হয়, মঙ্গল আকারের একটি গ্রহের সঙ্গে পৃথিবীর সংঘর্ষে চাঁদের জন্ম হয়েছিল। সংঘর্ষের পর চাঁদের পৃষ্ঠ ম্যাগমা মহাসাগরে পরিণত হয়, যা পরে স্ফটিক আকারে পাথরে রূপান্তরিত হয়। কিন্তু গবেষকদের মতে, গরম ও ঠান্ডার পর্যায়ে চাঁদের পৃষ্ঠ বারবার পরিবর্তিত হয়েছে, যার ফলে চাঁদের শিলার নমুনাগুলো আরও পুরোনো সময়ের হতে পারে।

চাঁদের বয়স নিয়ে নতুন এ গবেষণা মহাকাশ গবেষণায় নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করবে বলে আশা করা হচ্ছে।