টেকনাফে ১০ কেজি স্বর্ণ ও নগদ টাকা সহ দুই মিয়ানমার নাগরিক আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২৪, ৫:৫৮ অপরাহ্ন /
টেকনাফে ১০ কেজি স্বর্ণ ও নগদ টাকা সহ দুই মিয়ানমার নাগরিক আটক

ফারুকুর রাহমান, টেকনাফ : কক্সবাজারের টেকনাফে মিয়ানমার হতে পাচার হওয়া বিপুল পরিমাণ স্বর্ণ ও নগদ টাকা সহ দুই মিয়ানমার নাগরিক’কে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে উক্ত অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মহিউদ্দিন আহমেদ।

তিনি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গেল সোমবার রাতে টেকনাফ পৌরসভার আলিয়াবাদ এলাকার প্রবাসী আব্দুল হকের ভাড়া বাসা হতে, ১০.৫ কেজি স্বর্ণ ও নগদ টাকা সহ মিয়ানমারের দুই রোহিঙ্গা নাগরিক’কে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে পাওয়া যায় বাংলাদেশী টাকায় নগদ ৪ লাখ ৭৮ হাজার ২৪০ টাকা, এবং ২,২৯,৫০০ মিয়ানমার মুদ্রাও উদ্ধার করতে সক্ষম হয়।

ধৃত দুই মিয়ানমার নাগরিক হচ্ছে- মায়ানমার মংডু সোদাপাড়া এলাকার মৃত ইউনুছের পুত্র মো.হাফিজুর রহমান (২৭), একই এলাকার মৃত সুলতানের পুত্র মো. আনোয়ার (২৯)।

তিনি আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ১১ কোটি টাকা। দুই মিয়ানমার নাগরিকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।