আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের গলফ খেলার সময় হওয়া গোলাগুলির ঘটনা নিয়ে বিবৃতি দিয়েছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই)। সেই বিবৃতিতে তারা জানিয়েছে, সবকিছু বিবেচনায় নিয়ে এটাই মনে হচ্ছে যে-সাবেক এই প্রেসিডেন্টকে আবারও হত্যার চেষ্টা হয়েছে।
স্থানীয় সময় রোববার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স।
এদিন স্থানীয় সময় দুপুর ২টার দিকে ঘটনাটি ঘটে। পরে সন্দেহভাজন এক ব্যক্তিকে অস্ত্রসহ আটক করা হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচারের কাজে নিয়োজিত শিবির এক বিবৃতিতে বলেছে, ট্রাম্প যেখানে অবস্থান করছিলেন, তার কাছাকাছি এলাকায় গুলির ঘটনাটি ঘটে। তবে তিনি নিরাপদে আছেন।
ঘটনা পরবর্তী নিজেদের বিবৃতিতে এফবিআই বলেছে, ‘ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় গুলির ঘটনায় সাড়া দিয়েছে এফবিআই। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। সবকিছু বিবেচনায় মনে হচ্ছে, সাবেক প্রেসিডেন্টকে হত্যার চেষ্টাই করা হয়েছে।’
গুলির ঘটনার সময় ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় নিজ মালিকানাধীন ওই গলফ মাঠে খেলছিলেন ট্রাম্প। এক সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, গলফ মাঠের কাছে ঝোপঝাড়ের মধ্যে ছিলেন ওই বন্দুকধারী। ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা ঝো
আপনার মতামত লিখুন :