জেল থেকেই পিসিবিকে কাঠগড়ায় তুললেন ইমরান খান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০২৪, ৬:২৮ অপরাহ্ন /
জেল থেকেই পিসিবিকে কাঠগড়ায় তুললেন ইমরান খান

স্পোর্টস ডেস্ক : চলতি বছরে দুইবার কঠিন পরিস্থিতির মুখে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতা আর দ্বিতীয়বার রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের কাছে হারের পর। এই দুই ধাক্কাতেই টালমাটাল হয়েছে দেশটির ক্রিকেট। বাংলাদেশের কাছ হারের পর জেল থেকে পাকিস্তান দলের সমালোচনায় মুখর হয়েছেন দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

বেশ কয়েকটি মামলায় এখন রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি ইমরান। সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় পাকিস্তানের সাবেক অধিনায়ক বাংলাদেশের কাছে হার নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) নিশানা বানান। ইমরানের অফিসিয়াল এক্স পোস্টে বলা হয়, ‘প্রথমবার পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলতে পারেনি। এবার বাংলাদেশের বিপক্ষে আমাদের বিব্রতকর এক হারের সাক্ষী হতে হয়েছে।’