আজকালের কন্ঠ ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে গভীর গজারি বন থেকে অটোরিকশা চালক হৃদয়ের (২৫) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হৃদয় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার হাতিখোলা গ্রামের মৃত সুজন মিয়ার ছেলে।
গতকাল রোবিবার (১০ ডিসেম্বর) রাত ১০টায় উপজেলার গোসিংগা ইউনিয়নের কর্ণপুর-সিটপাড়া সড়কের (হালির বাড়ি সংলগ্ন) গজারি বন থেকে ওই চালকের মরদেহ উদ্ধার করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো. নাসিম ঘটনার জানান, গোসিংগা ইউনিয়নের কর্ণপুর-সিটপাড়া সড়কের গজারি বনে একটি অটো উল্টে পড়ে থাকতে দেখে পথচারীরা। পরে স্থানীয় লোকজন অটোরিকশার কাছে গিয়ে এক যুবকের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করে। হৃদয়ের মরদেহের থুতনির নিচে, উপরের ঠোঁটে এবং কপালে কাটা জখম রয়েছে। মরদেহের সঙ্গে থাকা মুঠোফোনের মাধ্যমে তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করে পরিচয় সনাক্ত হয়। সে শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাগমারা (কলেজপাড়া) বিল্লাল পুলিশের বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত।
আপনার মতামত লিখুন :